Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভুয়া ডিগ্রি, চাকরি গেল ২১৪ শিক্ষকের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৪ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভুয়া বিএডডিগ্রি দেখানোর জন্য ২১৪ স্কুল শিক্ষকের চাকরি চলে যাওয়ার ঘটনা ঘটেছে ভাতের উত্তর প্রদেশের। সোমবার (২ ডিসেম্বর) ওই সকল শিক্ষকদের শিক্ষা অধিদপ্তর থেকে বহিষ্কার করা হয়। এর মধ্যে প্রদেশটির এটাহ জেলায় ১১জ জন এবং মৈনপুরীতে ৭৪ জন।

বিশেষ তদন্তকারী দল এই শিক্ষকদের পেশ করা নথিতে গরমিল পাওয়ার পরই এ পদক্ষেপ নেই সে রাজ্যের সরকার।

ভুয়া ডিগ্রিধারী শিক্ষকদের সনাক্ত করতে ২০১৭ সালে তদন্তের নির্দেশ দেন পুলিশের ডিজিপি। বিশেষ তদন্তকারী দলের তদন্তে উঠে আসে, আগ্রা বিশ্ববিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান মোট ৪,৭০৪ জনকে ভুয়া ডিগ্রি বিলি করেছে। তার মধ্যে ১,৪২৪ জন ওই শংসাপত্র দেখিয়ে স্কুল শিক্ষকের চাকরিও পেয়ে যান। শিক্ষা বিভাগে এখনো বহাল তবিয়তে চাকরি করছেন তারা।

উত্তর প্রদেশের শিক্ষা সচিব রুবি সিং বলেন, এখনো পর্যন্ত ২১৪ জনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। ৬১৮ জনের বহিষ্কারের প্রক্রিয়ায় আদালতের স্থগিতাদেশ রয়েছে। উত্তর প্রদেশের আরও ১১টি জেলায় তদন্ত চলছে। আরও শিক্ষকের চাকরি যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

Bootstrap Image Preview