Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জর্ডানে অগ্নিকাণ্ডে ৮ জন শিশুসহ ১৩ পাকিস্তানির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০৪:২৩ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ০৪:২৩ PM

bdmorning Image Preview


জর্ডানে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, জর্ডান ভ্যালির পূর্বাঞ্চলে একটি কৃষি এলাকার অস্থায়ী আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ জনই শিশু।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ইয়াদ আল আমরে এক বিবৃতিতে বলেন, রবিবার মধ্যরাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, হয়তো বৈদ্যুতিক লাইন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

জর্ডান ভ্যালিতে বিভিন্ন বেসরকারি ফার্মে কয়েক হাজার বিদেশি শ্রমিক কাজ করে। শাক-সবজি এবং ফল উৎপাদনের জন্য ওই অঞ্চলের মাটি বেশ উর্বর।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের অপর একটি সূত্র জানিয়েছে, ওই অস্থায়ী নিবাসে দু'টি পরিবার বসবাস করত। এরা সবাই প্রবাসী শ্রমিক। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

অগ্নিকাণ্ডে দগ্ধ আরও তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে। গত কয়েক বছরে জর্ডানে এ ধরনের বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। সিরিয়ার শরণার্থীদের একটি ক্যাম্পে গত শীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview