Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামী সপ্তাহ থেকে অনলাইন পোর্টালের নিবন্ধন শুরু: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০২:২৩ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ০২:২৩ PM

bdmorning Image Preview


তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেয়া শুরু করবে। ছাপানো পত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলো অনলাইন পরিচালনা করলে সেজন্য পৃথক অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে যে অনলাইনগুলো আছে সেই অনলাইনগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য দরখাস্ত আহ্বান করেছিলাম। আমাদের তথ্য মন্ত্রণালয়ে ৩ হাজার ৫৯৭টি দরখাস্ত জমা পড়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা আগামী সপ্তাহ থেকে অনলাইনের নিবন্ধন দেয়া শুরু করব। এ প্রক্রিয়া শেষ করতে কিছুদিন সময় লাগবে। ৩ হাজার ৬০০ অনলাইনের তদন্ত শেষ করা সহজ কাজ নয় এবং কয়েকটি সংস্থা তদন্ত করছে।’

Bootstrap Image Preview