Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, জুলাই ২০২০ | ৩১ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বললে জিহ্বা ছিঁড়ে ফেলবে ছাত্রলীগের ভাই-বোনেরা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ১০:৫০ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ১০:৫০ PM

bdmorning Image Preview


একটা সময় ছিল স্বাধীনতার ২১ বছর পরও বঙ্গবন্ধুর কথা বলতে পারি নাই। কিন্তু এখন তার বিরুদ্ধে কিছু বললে ছাত্রলীগের ভাই-বোনেরাই জিহ্বা ছিঁড়ে ফেলবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান।

আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহানগর ছাত্রলীগের সভাপতি হাববিুর রহমান রিয়াদের সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ বেলা রানীর সিংহ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ মো. আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুসহ অনেকে।

সেলিম ওসমান বলেন, ‘যুদ্ধ করে তোমাদের একটা পতাকা এনে দিয়েছি। স্বাধীনতা এনে দিয়েছি। এখন সেই স্বাধীনতাকে বজায় রাখতে কাজ করো। নতুন কিছু তৈরি করো। দেশ ও সমাজের উন্নয়ন করো।’

তিনি আরও বলেন, ‘শারীরিক জোর দিয়ে চলতে পারি না, এখন মনের জোর দিয়ে চলি। তাই সিংহের গর্জনে নয়, শিক্ষার্থীদের ভালোবাসার টানে তোলারাম কলেজে বার বার আসবো।’

Bootstrap Image Preview