Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জামায়াতের কারণে আজ বিএনপি জনগণের আস্থা হারিয়েছে: শাহরিয়ার কবির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ০৯:২৮ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ০৯:৩৬ PM

bdmorning Image Preview


একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, বিএনপি জামাতের মুখে গনতন্ত্রের কথা মানায় না। আমরা ২০০১ সালে বিএনপি জামাত জোটের গনতন্ত্র দেখেছি। সেই সময় বিএনপি জামাত জোট সরকারের মদতে তাদের কর্মীরা কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়সহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে হত্যা নির্যাতন করেছে।

এছাড়া জামাতের কারণে আজ বিএনপি জনগনের আস্থা হারিয়ে ফেলেছে। বর্তমানে সংসদ ও রাজপথে শক্তিশালি বিরোধী দল নেই। গণতন্ত্রের জন্য একটি শক্তিশালি বিরোধী দল প্রয়োজন। নির্মূল কমিটি বিরোধী দলের ভূমিকা পালন করছে। সরকারের ভালো কাজে যেমন প্রশংসা করি, তেমনি ভালো কাজ না করলে তারও সমালোচনা করি। এতে অনেক আওয়ামীলীগের নেতা এমপি মন্ত্রীরা পছন্দ করে না।

শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের উদীচী কার্য়ালয় প্রাঙ্গনে জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারী ছাত্র ও আইনজীবী ফ্রন্টের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার কবির আরো বলেন, ৭ জনের মৃত্যুদন্ডের রায়ের মধ্য দিয়ে দেশে জঙ্গী নির্মূল হয়েছে এটা ভাবার কোন কারণ নেই। জামাতের রাজনীতি দেশে থাকবে আর দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল হবে এটা ভাবারও কোন সুযোগ নেই। জঙ্গীবাদের কারখানা নির্মল করে জঙ্গীবাদের প্রশয়দাতা ও মদতদাতাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেই সাথে জামাতের রাজনীতি বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাবে দল ও দেশ গঠন করতে চান সেই ভাবে পারছেন না প্রতিবন্ধকতার কারণে। আওয়ামীলীগের নেতারা কে কি বললো তাতে কান না দিয়ে শেখ হাসিনার পাশে সব সময় আমাদের থাকা উচিত।

Bootstrap Image Preview