Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, ডিসেম্বার ২০১৯ | ২৬ অগ্রহায়ণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

যেমন ছেলেদের অপছন্দ করে মেয়েরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ০৭:১৫ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ০৭:১৫ PM

bdmorning Image Preview


নারী-পুরুষ মাত্রই সম্পর্কে জড়ায়। কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখে নারী-পুরুষ একে অপরের প্রতি অকৃষ্ট হয়। কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্যের পুরুষ আছেন যাদের এড়িয়ে চলেন নারীরা।

পুরুষের এসব বৈশিষ্ট্য হলো-

চিরশিুশু‌

নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন না কাউকে ভরসা দিতে পারেন না এমন পুরুষদের প্রেমিক বা সঙ্গী হিসেবে পছন্দ নয় অধিকাংশ নারীর।

কৃপণ

কৃপণ ব্যক্তিদের সঙ্গী হিসেবে কেউই পছন্দ করে না। ঘুরতে বের হলে টাকা বাঁচাতে আপনার নানা কসরত দেখলে বান্ধবী বিরক্ত হবেই। বাড়াবাড়ি করলে পকেটে টাকা থাকলেও দীর্ঘ পথে সঙ্গী হিসেবে পাবেন না কাউকে।

শিশু-বিরোধী

যে পুরুষ শিশুদের দেখলে বিরক্ত বোধ করেন তাদের কপালে বিপদ আছে। শিশুদের দেখলে কোলে নিয়ে আদর করার ইচ্ছে করে না এমন পুরুষদের সঙ্গী হিসেবে খুব একটা পছন্দ করে না নারীরা।

অপরিচ্ছন্ন

মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালবাসেন। তাই ফিটফাট পুরুষদেরই তারা পছন্দ করেন।

মাতৃভক্ত

মা-বাবার প্রতি ভক্তি-শ্রদ্ধায় কারো আপত্তি করার কথা নয়। তবে ছোট-খাটো বিষয়েও যে পুরুষ ফোন করে বাবা-মার অনুমতি চান তাদের প্রেমিক তো দূরের কথা বন্ধু ভাবতেও অপছন্দ করেন নারীরা।

Bootstrap Image Preview