Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সীমান্তে ২০০ সাঁজোয়া গাড়ি মোতায়েন করছে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৯:১৬ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৯:১৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


পাকিস্তান সীমান্তে ২০০ সাঁজোয়া গাড়ি মোতায়েন করতে যাচ্ছে ভারত। এতে সংযুক্ত থাকবে ভারতের তৈরি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। খবর ‘টাইমস অব ইসলামাবাদ’।

শুক্রবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশাল এই গাড়ি বহর মোতায়েন করা হবে পাঞ্জাব ও রাজস্থানের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায়।

এই অঞ্চলটির চারদিকে নদী এবং খাল রয়েছে। তাই স্বাভাবিকভাবেই ২০০ সাঁজোয়া গাড়ি মোতায়েনের ফলে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।

জানা গেছে, এসব সাঁজোয়া গাড়ির সড়ক পথে ৫০০ এবং নৌ-পথে আড়াইশ কিলোমিটার পর্যন্ত জায়গায় টহল দেওয়ার সক্ষমতা রয়েছে। এছাড়া সব ধরনের রাসায়নিক, জৈব এবং পরমাণু দূষণ নির্ণয়ে সক্ষম আট চাকার এসব গাড়ির সব চাকাই স্টিয়ারিং হুইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

তাছাড়া এতে ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র বা এটিজিম, ৩০ মিমি কামান এবং ৭.৬২ সম অক্ষের  মেশিন গান বসানো থাকবে।

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা এখন তুঙ্গে। আর ঠিক এমন সময়েই পাকিস্তান সীমান্তে সাঁজোয়া গাড়ি বহর মোতায়েনের উদ্যোগ নিল ভারত। 

Bootstrap Image Preview