Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩৫ তম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:৩৫ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাজ্যভিত্তিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২০-এ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩৫তম স্থান পেয়েছে ।

কিউএস টপ ইউনিভার্সিটিজের ওয়েবসাইটে প্রকাশিত এক র‌্যাঙ্কিংয়ে এ তথ্য দেখা যায়।

এবছর চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সর্বমোট সাতটি বিশ্ববিদ্যালয় এই লিস্টে স্থান পায়। এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট ২০৭তম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ২৯১-৩০০তম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ৩০১-৩৫০তম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩৫১-৪০০তম এবং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ৪০১-৪৫০তম অবস্থানে আছে। এ ছাড়াও ৪৫১-৫০০তম অবস্থানে আছে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ে স্থান পাওয়া খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়-কুয়েট।

উল্লেখ্য, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র?্যাংকিংয়ে সবার ওপরে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে ন্যানেং টেকনোলজি ইউনিভার্সিটি সিঙ্গাপুর। আর তৃতীয় স্থানে রয়েছে দ্য ইউনিভার্সিটি অব হংকং। এ র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, একাডেমিক খ্যাতি, অনুষদ সদস্যদের গবেষণা প্রকাশনা, পিএইচডি ডিগ্রি এবং কর্মীদের সংখ্যা বিবেচনায় নেওয়া হয়।

Bootstrap Image Preview