Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলায় কথা বলে শুভর তৈরি রোবট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


অত্যাধুনিক রোবট রবিন। যে বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই কথা বলতে পারে। শুধু তাই নয়, রোবট রবিন বলতে পারে তাকে সৃষ্টি করা ক্ষুদে বিজ্ঞানীর নাম, দেশের নাম, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নাম। সে অকপটে যেকোন প্রশ্নের উত্তর দিতে পারে।

আমেরিকার একটি কার্টুন শোর সুপার হিরোর নামানুসারে তার আকিস্কার করা রোবটির নামকরণ করা হয়েছে। ক্ষুদে বিজ্ঞানী শুভ কর্মকার বলেন, ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য নিয়ে এবং ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে রোবট রবিনকে তৈরি করা হয়েছে। আগামীতে আমি রবিনকে আরও উন্নত করতে কাজ করছি। বর্তমানে তার দৃষ্টিশক্তি নেই-আগামীতে সে সকলকে দেখতে পারবে।

এছাড়া কৃষকের জমিতে কখন কি পরিমান কীটনাশক প্রয়োগ করতে হবে তা সে নিজে থেকেই বলে দিতে পারবে এবং চিকিৎসা সংক্রান্ত যেকোন তথ্য ও শিক্ষা বিষয়ক তথ্য বলে দিতে পারে। এমনকি তার আশপাশে আগুন লাগলে সে খবর দিতে পারবে ফায়ার সার্ভিসে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তার অবস্থান দেখতে পাবে গুগল ম্যাপে।

ক্ষুদে বিজ্ঞানি শুভ কর্মকার ইতোমধ্যে উপজেলা, জেলা ও ঢাকায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য সম্মাননা পেয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, শুভ শুধু উপজেলার নয় গোটা বরিশালের গর্ব। সে যে বাংলায় ও ইংরেজীতে কথা বলা রোবট তৈরী করেছে এটা পুরো বাংলাদেশের জন্য একটি সাফল্য। তার এ কাজের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

Bootstrap Image Preview