Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুন্নতে খৎনার অনুষ্ঠানে বক্স বাজানো নিয়ে সংঘর্ষে আহত ৪০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০৬:৪৮ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মাদারীপুরের রাজৈর উপজেলায় সুন্নতে খৎনার অনুষ্ঠানে বক্স বাজানোকে কেন্দ্র করে হাতাহাতি এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ২২ জনকে তৎক্ষণাৎ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ ও এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে একটি বাড়িতে খৎনা অনুষ্ঠানে বক্স বাজানোকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিবদমান দুটি পক্ষ নুরুল ইসলাম মাতব্বর ও বর্তমান মেম্বার মজিবর মাতব্বরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে হায়ার মাতুব্বরের (৬০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানার ওসি মো. শাহজাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Bootstrap Image Preview