Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে বিরল প্রজাতির বনরুই উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০৯:৪৫ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা থেকে একটি বিরল প্রজাতির বনরুই উদ্ধার করেছে পুলিশ।এলাকার জৈনিক শহিদুল ইসলামের সুপারি বাগান থেকে রশি দিয়ে বাঁধা অবস্থায় বনরুইটি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবীর জানান, একটি চক্র পাচারের উদ্দেশে এ প্রাণীটি এনেছে বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বনবিভাগের কাছে বনরুইটি হস্তান্তর করা হবে।

একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতের আসাম রাজ্য থেকে এই প্রাণীটি এনে ঢাকায় চড়া দামে বিক্রি করে।

এর আগে ৩১ অক্টোবর কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের আব্দুল খালেকের বাড়ির পাশের ধান ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় একটি, ২৩ মে একই ইউনিয়নের কাশেম বাজার এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে একটি ও  ৮  সেপ্টেম্বর  নাগেশ্বরীর হাসেমবাজার এলাকা থেকে একটি বনরুই উদ্ধার করে পুলিশ।

Bootstrap Image Preview