Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবিতে পড়ালেখার স্বপ্ন পূরণ হলো না তন্নির  

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ০৯:৪৩ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাজারে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল উল্টে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। নিহত তন্নি (১৯) একই উপজেলার রামভ্রপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা হাজী আঃ লতিফ মাঝীর মেয়ে।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ টু সখিপুর সড়কের পদ্মা ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় মটরসাইকেলে থাকা তন্নির বড় ভাই মেহেদি হাসান (৩০) গুরুতর আহত হয়।

তন্নির বড় বোন লতা ও স্থানীয়রা জানায়, এ বছর তন্নি ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। তাই তার বড় ভাই মেহেদির সাথে কাগজপত্র সত্যায়িত করার জন্য বাড়ি থেকে ভেরদগঞ্জ এম এ রেজা কলেজে যাচ্ছিল। যাবার সময় মোটরসাইকেলটি ভেদরগঞ্জ পৌরসভার পদ্মা ক্লিনিকের মোড়ে আসলে কার্তিকপুর থেকে আসা একটি নসিমন পিছনের দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন মটরসাইকেলের পিছনে থাকা তন্নি পড়ে গেলে নসিমন তার বুকের উপরে উঠে যায়। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ভেদরগঞ্জ বাজারে পদ্মা ক্লিনিকের সামনে একটি মোটরসাইকেলের সাথে নসিমনের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পিছনে থাকা একজন আহত হয়। আহত তন্নিকে উদ্ধার করে উপজেলার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ছাড়া মোটরসাইকেলে থাকা তন্নির বড় ভাই মেহেদি হাসান নামের একজন আহত হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview