Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তুরস্ক থেকে পেঁয়াজের দ্বিতীয় চালান আসছে আগামীকাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ১১:৫৩ AM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ১১:৫৩ AM

bdmorning Image Preview


তুরস্ক থেকে আকাশপথে আমদানি করা পেঁয়াজের দ্বিতীয় চালান ঢাকায় এসে পৌঁছাবে আগামী সোমবার (২৫ নভেম্বর)। দেশে চলমান পেঁয়াজের সংকট মোকাবিলায় তুরস্ক থেকে সমুদ্র ও আকাশপথে দুই হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে সিটি গ্রুপ। সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার (২২ নভেম্বর) টার্কিশ এয়ারলাইনযোগে সিটি গ্রুপের আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে তা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র কাছে হস্তান্তর করা হয়।

আমদানিকারক সূত্র জানিয়েছে, দেশে পেঁয়াজের চলমান সংকট ও মূল্যবৃদ্ধি রোধে সরকার এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সিটি গ্রুপ। এই নিত্যপণ্যটির চাহিদা মেটানোর লক্ষ্যে তুরস্ক থেকে সমুদ্র ও আকাশপথে পেঁয়াজ আমদানি শুরু করেছে সিটি গ্রুপ। সূত্রে জানা গেছে, সংকট মোকাবিলায় সিটি গ্রুপ তুরস্ক থেকে প্রাথমিক পর্যায়ে দুই হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে।

প্রসঙ্গত, আকাশপথে সিটি গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান (১০ মেট্রিকটন) টার্কিশ এয়ারলাইনযোগে ২২ নভেম্বর সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে তা টিসিবির কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় চালান বিমানযোগে বাংলাদেশে এসে পৌঁছাবে আগামীকাল সোমবার (২৫ নভেম্বর)। এই চালানেও ১০ মেট্রিকটন পেঁয়াজ আসার কথা রয়েছে।

Bootstrap Image Preview