Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, জুলাই ২০২০ | ২০ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

কাদায় মাখামাখি নবদম্পতির পোস্ট ওয়েডিং ফটোশুট ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কেবল বিয়ের সময়ই নয়, বিয়ের আগে পরে ছবি তোলা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যাকে বলা হয়ে থাকে প্রি ও পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি। ভারতের এক দম্পতির পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নোংরা কাদামাটির মধ্যে ছবি তুললেন তারা।

নিউজ এইটিন জানায়, অভিনব উপায়ে ছবি তুলতে গিয়ে কেরালার এক দম্পতি নেমে গেলেন কাদামাটিতে। গায়ে কাদা মাখামাখির সেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা ও বিতর্কও। 

জানা গেছে, ওই নবদম্পতির নাম জোসে ও অনিশা। তাদের ছবি তুলে দেয় কেরালারই একটি ফটোগ্রাফি হাউস।

সেইসব ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে বিনু সিনস ফটোগ্রাফি নামে প্রতিষ্ঠানটি। কাদাপানিতে পরস্পরকে জড়িয়ে ধরা জোসে-অনিশার ছবিগুলো দেখে মজার মজার মন্তব্য করে নেটিজেনরা।

কেউ বলেন, ‘মাটির কাছাকাছি থাকা দম্পতি।’ অনেকে তাদের ব্যঙ্গ করতেও ছাড়েননি। এ ছাড়া এমন পোস্ট ওয়েডিং ফটোগ্রাফিরও সমালোচনা করেছেন অনেকে।

 

Bootstrap Image Preview