Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৮ বছরের মেয়ে, ২১ বছরের ছেলে বিয়ে করলেই পাবে ১০ গ্রাম সোনা উপহার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০৮:৫৫ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিয়ে করলেই অসম রাজ্য সরকারের পক্ষ থেকে নববধূকে ১০ গ্রাম সোনা উপহার দেওয়া হবে। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে অরুন্ধতী স্বর্ণ প্রকল্পের আওতায় নববধূকে এই সোনা উপহার হিসাবে দেওয়া হবে। কিন্তু কেন রাজ্য সরকারের পক্ষ থেকে নববধূকে ১০ গ্রাম সোনা উপহার দেওয়া হবে? অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই প্রকল্পের ফলে সরকারের প্রায় ৮০০ কোটি টাকা খরচ হবে। ৮০০ কোটি টাকা খরচ করে রাজ্যের নববধূদের সোনা উপহার দেওয়ার কারণ? জানা গিয়েছে, রাজ্যে বাল্যবিবাহ রোধ করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আসলে অরুন্ধতী স্বর্ণ প্রকল্পে নববধূর উপহার পাওয়ার ক্ষেত্রে কতগুলি শর্ত রয়েছে। যেমন, মেয়ের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ছেলের বয়স ২১ বছর। এই বিয়ের রেজিস্ট্রি অবশ্যই করতে হবে। বিয়ের রেজিস্ট্রি করা না হলে নববধূ এই উপহার পাবেন না। বিয়েরও কোনও আইনি মান্যতা থাকবে না। অরুন্ধতী স্বর্ণ প্রকল্পের সুবিধা নিতে হলে আর একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, কনের পরিবারের বার্ষিক আয় পাঁচ লক্ষের কম হতে হবে।

হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই সোনা নববধূদের হাতে তুলে দেওয়া হবে না। রেজিস্ট্রি করার পরে সোনার মূল্য বাবদ ৩০ হাজার টাকা নববধূর ব্যাঙ্কে জমা করে দেওয়া হবে। তিনি জানান, এই সুবিধা শুধুমাত্র প্রথম বিয়ের ক্ষেত্রেই পাওয়া যাবে। এ ছাড়া এই বিয়েটি ১৯৫৪ স্পেশাল ম্যারেজ আইন অনুযায়ী হতে হবে। 

বর্তমানে অসমে প্রতি বছর প্রায় ৩ লক্ষ বিয়ে হয় যার মধ্যে মাত্র ৫০-৬০ হাজার বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রি করা হয়। অসমের অর্থমন্ত্রীর আশা, অরুন্ধতী স্বর্ণ প্রকল্প চালু হলে অন্তত আড়াই লক্ষ বিয়ের রেজিস্ট্রি করা হবে।

Bootstrap Image Preview