Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে টমেটোর কেজি ৪৮০ রুপি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০৭:৫৭ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ০৭:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানে হঠাৎ করে দেখা দিয়েছে তীব্র টমেটোর সংকট। এর প্রভাবে  করাচিতে টমেটোর দাম চড়ে যায় ৪৮০ রুপি কেজিতে। পাকিস্তানে আপেলের দাম ১৩৩ থেকে ১৮৭ রুপি কেজিতে বিক্রি হচ্ছে দারাজ’এর শোরুমে।

তাই দাম কমাতে ইরান থেকে ১৬টি কনটেইনারে ৩৫২ টন টমেটো জরুরি ভিত্তিতে আমদানির পর পাকিস্তানের পাইকারি বাজারে টমেটোর কেজি ২১০ থেকে ১৪৫ রুপিতে নামলেও খুচরা বাজারে কেজি বিক্রি হচ্ছে ৩শ রুপিতেই।

পাকিস্তানের সিন্ধ প্রদেশে ব্যাপক বর্ষণে টমেটো চাষাবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে এ পণ্যটির ঘাটতি পড়ে। আমদানির ফলে টমেটোর দাম কমানো সম্ভব হচ্ছে না বলে খুচরা বিক্রেতারা দাবি করছেন।

এদিকে করাচির কমিশনার শহরটির বাসিন্দাদের বেশিমূল্য দিয়ে টমেটো কিনতে বারণ করেছেন। টমেটো না কিনলে এমনিতেই পণ্যটির দাম কমে যাবে বলে তিনি জানান।

Bootstrap Image Preview