Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হেলমেট-নম্বরপ্লেট নেই, তবুও চালককে কেক খাওয়াল পুলিশ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০৭:২১ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


বাংলাদেশে যখন সড়ক আইন নিয়ে এত কড়াকড়ি তখন থাইল্যান্ডে ঘটেছে এক অবাক করার ঘটনা। হেলমেট নেই, নম্বর প্লেট নেই। এমনকি গাড়িও চালাচ্ছিলেন নির্ধারিত গতির চেয়েও বেশি। অথচ পুলিশ তাকে শাস্তি না দিয়ে কি না কেক খাওয়াল!

হ্যাঁ, অবাক করার মতো হলেও থাইল্যান্ডে এমনটিই ঘটেছে। তবে এখানে পুলিশের এমন আচরণের অবশ্য ভিন্ন কারণও আছে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গতির ঊধ্র্বসীমার থেকেও বেশি জোরে বাইক চালানোর জন্য এক কিশোরকে ধরে থাইল্যান্ডের ট্রাফিক পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাকে শাস্তি না দিয়ে কেক খাইয়ে বিদায় জানায়। পরে তার সঙ্গে এমন আচরণের রহস্য জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন আরেক পুলিশ কর্মকর্তা।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘হেলমেট, নম্বরপ্লেট ছাড়াই ওই কিশোর বাইক চালাচ্ছিল। তার গতিও ছিল যথেষ্ট বেশি। পুলিশ তাকে আটকায়। পুলিশ ধরতেই হঠাৎ সে কান্নায় ভেঙে পড়ে। ওই পুলিশকর্মী প্রথমে ভেবেছিলেন, জরিমানার ভয়ে সে কান্নাকাটি শুরু করেছে। কিন্তু কিশোরের এমন কান্না দেখে সন্দেহ হয় তাদের। জিজ্ঞেস করায় সে এবার সব খুলে বলে। সে জানায়, সেদিন তার জন্মদিন, কিন্তু বাড়ির সবাই সেটা ভুলে গিয়েছে। সেই দুঃখে, রাগে সে জোরে বাইক চালাচ্ছিল।’

এরপর পুলিশ আর তাকে জরিমানা করেনি। উল্টে সামনের দোকান থেকে কেক-মোমবাতি কিনে এনে জন্মদিন পালন করেন পুলিশকর্মী। এসময় ফের কান্নায় ভেঙে পড়ে ওই কিশোর। কিন্তু এবার আর দুঃখে কান্না নয়, আনন্দে।

Bootstrap Image Preview