Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বলের আঘাতে হাসপাতালে লিটন দাস 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview


মাথায় বল লেগে হাসপাতালে নিয়ে যাওয়া হল  টাইগার দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসকে৷ কোনও রকম ঝুঁকি না-নিয়ে চিকিৎসার জন্য উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ আঘাত গুরুতর না-হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় লিটন দাসকে৷ 

ইডেন টেস্টে ২১তম ওভারে মহম্মদ শামির তৃতীয় বল লিটন দাসের হেলমেটে লাগে৷ ফিজিও’র প্রাথমিক শুশ্রুষার পর ব্যাটিং শুরু করলেও পরের ওভারেই অস্বস্তি অনুভব করেন লিটন৷ ফলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি৷

লিটন অবসৃত হন ব্যক্তিগত ২৪ রানে৷ নতুন করে ব্যাট করতে না নামতে পারায় লিটনের কনকাশন পরিবর্ত হিসেবে মেহেদি হাসানকে ব্যাট করতে পাঠানো হয়৷ ফরে ইডেনে ঐতিহাসিক পিঙ্ক টেস্টে আর মাঠে নামতে পারবেন না বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান৷ লিটন না-খেলায় ভারতীয় ইনিংসে উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা গেল মোহাম্মদ মিঠুনকে৷

Bootstrap Image Preview