Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিশ্বব্যাপী মুসলিমরাই সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার শিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০১:১৬ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ০১:১৮ PM

bdmorning Image Preview


বিশ্বব্যাপী মুসলিমরাই সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ ও উগ্রবাদের শিকার বলে জানিয়েছেন ফ্রান্সের একটি এনজিও প্রধান। ফ্রান্সে ইউরোপের সবচেয়ে বেশি মুসলিমদের বসবাস এবং দেশটিতে ‘মুসলিমরাই সবার আগে সন্ত্রাসীদের শিকার হচ্ছেন।

বিশ্বে সন্ত্রাসী হামলার শিকার ৮০ শতাংশই মুসলিম। দেশটির ৬৭ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৫ মিলিয়নেরও বেশি মুসলিম সংখ্যালঘু। ইউরোপোলের একটি প্রতিবেদনে জানা যায়, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউরোপের ঘটা সন্ত্রাসী হামলার ৯৯ শতাংশ শিকার ছিল মুসলিমরা।

আনাদলু জানায়,‘পশ্চিমা দেশগুলো প্রচার করে, সন্ত্রাসীরা মুসলিম আর তাদের শিকার হচ্ছে অমুসলিমরা। এটি সত্য নয়। বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার ৮০ ভাগেরই শিকার হচ্ছে মুসলিমরা।’

একটি সম্মেলনে আমন্ত্রিত ছিলেন সন্ত্রাসবাদের শিকার বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিও। তাদের উদ্দেশ্যে সেন্ট মার্ক বলেন, ‘সন্ত্রাসীরা চায় আমরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করি। কিন্তু ধ্বংস হয়ে যাওয়া আমাদের মধ্যে সেতুবন্ধনটি আমরা পুনর্নির্মাণ করতে চাই।’

Bootstrap Image Preview