Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে রাজনৈতিক আশ্রয় চান পাকিস্তানি নেতা আলতাফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ১০:৫৯ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন পাকিস্তানের করাচিভিত্তিক রাজনৈতিক সংগঠন মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাতা আলতাফ হুসেইন। চলতি মাসের প্রথম দিকে লন্ডনের বাড়ি থেকে দেওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচারিত এক ভাষণে এ অনুরোধ জানান আলতাফ। নিজের পাশাপাশি সহযোগীদেরও ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছেন আলতাফ।

আলতাফ তার বক্তব্যে ভারতে তাকে আশ্রয় দেওয়া হলে তিনি রাজনৈতিক কোনও ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না বলেও অঙ্গীকার করেন।

৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচারিত ভিডিওবার্তায় আলতাফ বলেন, ‘যদি ভারত ও প্রধানমন্ত্রী মোদি আমাকে ভারতে আসার অনুমতি দেয় ও সহযোগীসহ আমাকে রাজনৈতিক আশ্রয় দেয়, তা হলে সহযোগীদের নিয়ে আমি ভারতে আসতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আমার দাদার কবর সেখানে, আমার দাদির করব সেখানে, আমার হাজারো আত্মীয়স্বজনের কবর ভারতে। আমি তাদের কবর জিয়ারত করতে চাই।’

ডন জানিয়েছে, বর্তমানে ব্রিটিশ নাগরিক হুসেইন গত ২৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে সহিংসতা উসকে দেওয়ার একটি মামলায় তিনি জামিনে আছেন।

যুক্তরাজ্যে তিনি দুবার গ্রেপ্তার হয়েছিলেন। প্রথমবার মানিলন্ডারিংয়ের অভিযোগে, পরে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে।

২০১৬ সালের আগস্টে ‘পাকিস্তানবিরোধী মন্তব্যের কারণে’ তার প্রতিষ্ঠিত দল এমকিউএম-পাকিস্তান তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তার পর থেকে এমকিউএম-লন্ডন দলের প্রধান হিসেবে আছেন মোহাজের হিসেবে পরিচিত ভারত থেকে পাকিস্তানে যাওয়া মুসলিমদের অন্যতম এ নেতা। তিনি ভারত সরকারকে আশস্ত করে বলেছেনÑ ‘(রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে) আমি কোনো ধরনের রাজনীতিতে জড়াব না, প্রতিজ্ঞা করছি।’

 

Bootstrap Image Preview