Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুরস্ক থেকে বিমানে পেঁয়াজ আসছে আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ১০:১৪ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview


তুরস্ক থেকে বিমানে পেঁয়াজের প্রথম চালান দেশে আসছে আজ শুক্রবার (২২ নভেম্বর)। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মাধ্যমে টার্কিশ এয়ারলাইনসে করে আমদানিকৃত পেঁয়াজ ঢাকায় এসে পৌঁছাবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মেঘনা গ্রুপের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, আরও কয়েকটি বিমানে করে মেঘনা গ্রুপের পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। এ ছাড়াও মেঘনা গ্রুপের প্রায় ১২ থেকে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আনা হবে। এই পেঁয়াজ আগামী ১ ডিসম্বর থেকে সমুদ্র পথে জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসা শুরু হবে। যা পরে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কে হস্তান্তর করা হবে।

এতে করে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে এবং দেশের জনগণের মনে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন মোস্তফা কামাল।

Bootstrap Image Preview