Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০৯:৫৩ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে পৃথক তিনটি ঘটনায় ঘুষ লেনদেন, জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনেছেন দেশটির প্রধান সরকারি কৌঁসুলি।

নেতানিয়াহু প্রথম ব্যক্তি যার বিরুদ্ধে ক্ষমতায় থাকা অবস্থায় সাজাযোগ্য অপরাধ করার অভিযোগ উঠল। তবে, সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, এসব সাজানো অভিযোগ। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বানোয়োট অভিযোগের মাধ্যমে আমাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে রাজনৈতিক বিরোধীরা অপচেষ্টা চালাচ্ছেন।

ইসরায়েলি আইন অনুযায়ী দুর্নীতির বা কোনো অপরাধ করার অভিযোগ দায়ের করা হলেও প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় না। কোনো অভিযোগ দায়ের ও বিচার কাজ শেষ করতে প্রায় দুই বছর লেগে যায়। দোষীসাব্যস্ত হলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়।
অভিযোগ প্রমাণিত হলে নেতানিয়াহুর ১০ বছরের কারাদণ্ড অথবা ঘুষ লেনদেনের জন্য শুধু আর্থিক জরিমানা আর প্রতারণা ও আস্থাভঙ্গের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।

চলতি বছরের এপ্রিল ও সেপ্টেম্বরে দুই দফা নির্বাচনের পরও কোনো দল এককভাবে সরকার গঠন করতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে ইসরায়েলে। এরই মধ্যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করা হলো।

২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী নেতানিয়াহুকে নতুন জোট সরকার গঠনে সুযোগ দিলেও তিনি অন্য দলকে ভেড়াতে পারেননি। বুধবার (২০ নভেম্বর) তার প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজও জানান যে তিনি জোট সরকার গঠনে ব্যর্থ হয়েছেন। নেতানিয়াহুর পরে তাকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট রিউভেন রিভলিন সংসদ সদস্যদের ২১ দিনের মধ্যে প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে সম্মত হওয়ার আহ্বান জানান। এ সময়ের মধ্যে সরকার গঠন না হলে এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো সাধারণ নির্বাচন হবে ইসরায়েলে।

Bootstrap Image Preview