Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা মাদক খাবো না: খাদ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ০৬:৫৭ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ০৬:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মাদক ব্যবসায়ীদেরকে দেশ ও সমাজের শত্রু হিসেবে আখ্যায়িত করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মাদক শুধু সমাজ নয়, দেশকেও ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা মাদক খাব না বা খেতে দেব না।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিজিবি-১৬ এর মাদকদ্রব্য ধ্বংস ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা মাদক ব্যবসায়ী তারা মাদক ছেড়ে দেন। নিজের বাড়িটা সামলান। সন্তানরা মাদকের সঙ্গে যুক্ত হচ্ছে কি-না তা খেয়াল রাখুন।

তিনি আরও বলেন, শুধু দায়িত্ব ও কর্তব্য পালন না, মাদকের বিরুদ্ধে কাজ করার ইচ্ছা শক্তিও থাকতে হবে। নওগাঁ সীমান্তে ভারতের পাঁচটি চৌকি আছে। আর আমাদের বিজিবি সদস্যদের অন্ধকারে জঙ্গল ও পানির ভেতর দিয়ে যাতায়াত করতে হয়। সীমান্তে বিজিবিদের যাতায়াত সুবিধা ও আলোকিত করতে সোলার সিস্টেমের ব্যবস্থার জন্য প্রজেক্ট পাঠানো হয়েছে। যাতে সীমান্তে মাদক ও চোরাচালান কমে যায়।

অনুষ্ঠানে ১৬ বিজিবি ও ১৪ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময়ে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, ভারতীয় মদ, চোলাই মদ, ভারতীয় গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেট্টা ট্যাবলেট ও নেশার ইনজেকশন। ধ্বংসকৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে ৭৭ লাখ টাকা।

নওগাঁ ১৬ বিজিবর অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফারজানা হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক একেএম বেদারুল ইসলাম প্রমুখ।

Bootstrap Image Preview