Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ০৪:১৪ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ০৪:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পার্বত্য খাগড়াছড়িতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে (২৫) মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এই রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০১৬ সালের ২৫ আগস্ট রাতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের নতুন পাড়া এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে স্ত্রী ময়না আক্তারকে (১৯) শ্বাসরোধ করে হত্যা করেন রবিউল। পরে তার লাশ বাড়ির পেছনে পাহাড়ের খাদে ফেলে দেন।

হত্যাকাণ্ডের পর নিহত ময়নার বাবা মাইনুল হক বাদী হয়ে মেয়ের জামাইসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মহালছড়ি থানায় মামলা করেন।

পুলিশ ঘটনার প্রায় তিন মাস পর একই বছরের ২০ নভেম্বর রবিউলকে আসামি করে আদালতে চার্জশিট দেন। মামলা চলাকালীন আসামির স্বীকারোক্তি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো।

Bootstrap Image Preview