Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে বাড়াবাড়ি হবে না: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ০১:২৭ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ০১:২৭ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যান চলাচলে বিঘ্ন ঘটার কোনো কারণ নেই। নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে বাড়াবাড়ি হবে না। পাশাপাশি সড়কপরিবহনের অন্য বিষয়গুলোর বিধিমালা তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ধানমণ্ডীর দলীয় সভানেত্রীর কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে সংস্কৃতিক উপকমিটির সভায় এ কথা বলেন তিনি।

তিন বলেন, সঠিকভাবেই আইন প্রয়োগ করা হবে। এতে কোনো অসংগতি ধরা পড়লে বাস্তবতার নিরিখেই তার সমাধান করা হবে।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করে বাস চালকরা। টানা পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।পরে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট তুলে নেয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার সড়কে গণপরিবহন চলতে শুরু করেছে। এতে করে অফিসগামী যাত্রীসহ নগরবাসী সহজেই গন্তব্যে পৌঁছতে পারায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

গত ১ নভেম্বর নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করে সরকার। তবে নতুন আইনে মামলা ও শাস্তি দেয়ার কার্যক্রম মৌখিকভাবে দুই সপ্তাহ পিছিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গত বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হয়েছে। রোববার সড়কমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ওইদিন থেকেই আইন কার্যকর শুরু হয়েছে। এরপর থেকেই ঘোষিত-অঘোষিত পরিবহন ধর্মঘট ডাকতে শুরু করে পরিবহন সংগঠনগুলো।

Bootstrap Image Preview