Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হংকংয়ের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সমর্থন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থন করে চীনকে সতর্কবার্তা পাঠিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভরা হংকংয়ের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে আরও দুটি বিল পাস করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের জন্য হোয়াইট হাউজে পাঠানো হয়েছে বিল দুটি। এতে বেইজিং ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে, হংকংয়ের ‘মানবাধিকার ও গণতন্ত্রের’ সমর্থনে মার্কিন সিনেটে মঙ্গলবার সর্বসম্মতিক্রমে একটি বিল পাস হয়। 
এতে আমেরিকা তাদের বিশেষ অর্থনৈতিক মর্যাদা তুলে নেয়ার হুমকি দেয়। চীনের এ ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘন করে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোয় এমন আইন পাস করা হয়। 

উল্লেখ্য, মার্কিন প্রতিনিধি পরিষদ গত মাসে একই ধরনের একটি বিল পাস করায় চীন তাদের ‘কঠোর নিন্দা’ ব্যক্ত করেছিল।
সিনেটের হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্টে হংকংকে ওয়াশিংটনের দেয়া বিশেষ বাণিজ্য মর্যাদার পক্ষে মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক পর্যবেক্ষণ প্রয়োজন হবে।

Bootstrap Image Preview