Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে বিক্রি হচ্ছে গোবরের কেক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ১২:৪৩ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ১২:৪৩ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের মুদি দোকানে গরুর গোবরের কেক বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন সমর হালার্নকার নামে ভারতীয় এক সাংবাদিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তিনি এ তথ্য জানান। এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিষয়টি নিয়ে গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, টুইটারে প্যাকেট করা গরুর গোবরের কেকের একটি ছবি পোস্ট করে ওই সাংবাদিক লেখেন, ‘আমার কাজিন আমাকে এই ছবিটা পাঠিয়েছে। আমেরিকার অঙ্গরাজ্য নিউ জার্সির এডিসন এলাকার একটি মুদি দোকানে ২৫০ টাকা দরে গরুর গোবরের কেক বা ঘুটা বিক্রি হচ্ছে। আমার প্রশ্ন হলো, এগুলো দেশি (ভারতীয়) নাকি আমেরিকান গরুর?’

সমরের পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি প্যাকেটে ১০টি গরুর গোবরের কেক রয়েছে। প্যাকেটের গায়ে ক্রেতাদের উদ্দেশে কিছু নির্দেশনাও দেওয়া আছে। সেখানে লেখা, ‘এই পণ্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য, খাবারের উদ্দেশ্যে নয়।’

সমর টুইটারে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার ওয়ালে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। অনেকে নানা রকম কৌতুককর মন্তব্য ও ব্যঙ্গবিদ্রুপ করতে শুরু করেন।

একজন লেখেন, ‘গ্যারান্টি নেই যে, এগুলো আসল ভারতীয় গরুর গোবর থেকে বানানো!’ আরেকজন নিশ্চিত করে লেখেন, ‘ইন্ডিয়ারই প্রোডাক্ট!’

অপর এক টুইটার ব্যবহারকারী মন্তব্য লেখেন, ‘কেউ যদি এই গোবরের কেক খেতে চান, তো তাদের অনুমতি দেওয়া উচিত।’

Bootstrap Image Preview