Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কলকাতায় টাকার বৃষ্টি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ১০:১১ AM
আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ১০:১১ AM

bdmorning Image Preview


কিছু‌দিন আগেই ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে আকাশ থেকে ঝরেছিল রাশি রাশি বৃষ্টি। কিন্তু কয়েকদিন যেতেই এবার বৃষ্টির ফোঁটার বদলে রাশি রাশি টাকা।

বুধবার কলকাতার একটি কমার্শিয়াল বিল্ডিং থেকে হঠাৎই শুরু হয় এমন টাকার বৃষ্টি। যা দেখে অবাক হয়ে যায় পথচারীরা। ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্সের (ডিআরআই) একটি দল ওই ভবনে তল্লাশির সময় এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, বিল্ডিং থেকে ৫০০ ও ২০০০ টাকার বৃষ্টি হচ্ছিল। সেই সাথে অনেক ১০০ টাকার নোটও উড়ে আসে। জানা গেছে, জানালা দিয়ে টাকার নোটগুলো বাইরে ফেলা হচ্ছিল। হঠাৎই এমন ঘটনা চোখের সামনে ঘটতে দেখে সেখানে উপস্থিত লোকেরা হাসতে ও চিৎকার করতে থাকে, আবার কিছু লোক তড়িঘড়ি দৌড়ে এসে পকেট ভর্তি করতে থেকে বেশ কিছু টাকা।  

ডিআরআই সূত্র থেকে জানা গেছে, এই বহুতলে একটি প্রাইভেট এক্সপোর্ট-ইম্পর্টের অফিসে ডিআরআইয়ের একটি দল যায় তদন্ত করতে। তবে এই বহুতল থেকে পড়া টাকার সাথে এই প্রাইভেট সংস্থার কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি তদন্ত সংস্থা।

Bootstrap Image Preview