Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলা সিনেমা দিয়ে বিশ্ববাজার দখলের কাজ চলছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


বাংলা চলচ্চিত্র দিয়ে বিশ্ববাজার দখলে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে মতবিনিময় সভার শুরুতে এ কথা বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর চলচ্চিত্রে গতিশীলতা এসেছে। সরকারের পক্ষ থেকে চলচ্চিত্র শিল্পকে সুরক্ষা দিতে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) দৈন্যদশা কাটাতে আধুনিক ভবন নির্মাণের জন্য ৩২২ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। আগামী ৩-৪ বছরের মধ্যে আশা করছি নতুন ভবন নির্মাণ করা হবে।’

বাংলাদেশের সিনেমা বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সিনেমা হল নির্মাণ ও আধুনিকায়ন করতে কম সুদে দীর্ঘ মেয়াদি ঋণ দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। দেশে নতুন নতুন সিনেপ্লেক্স হচ্ছে।

এক-দুই বছরের মধ্যে আরো সিনেপ্লেক্স হবে। সরকারিভাবে জেলাগুলোতে তথ্য কেন্দ্র নির্মাণ করব। সেগুলো যাতে হল হিসাবে ব্যবহার করা যায়, সেজন্য এগুলো লিজ দেয়া হবে। এগুলো বাস্তবায়ন করতে পারলে সিনেমার স্বর্ণযুগ ফিরে আসবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাত ধরে এফডিসি প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গাজীপুরের কালিয়াকৈরে ১০০ একর জমির ওপর বিশ্বমানের বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মিত হচ্ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে সরকারি অনুদানের যাতে আরো বেশি ছবি নির্মিত হয় সেজন্য অনুদানের টাকা বৃদ্ধিসহ বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার।

মতবিনিময় সভায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন

Bootstrap Image Preview