Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, ফিরে যেতে বাধ্য হল মার্কিন বিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ০৭:০৩ PM

bdmorning Image Preview


কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়াই পাকিস্তানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি বিমান ঢোকার চেষ্টা করেছিল। তবে দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সতর্কবার্তার কারণে বিমানটি ফিরে যেতে বাধ্য হয়েছে।

পাকিস্তান আন্তঃবাহিনী গোয়েন্দা বিভাগের (আইএসআই) বরাতে ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার মাস্কট থেকে যুক্তরাষ্ট্রের একটি বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে চেয়েছিল। করাচির আকাশসীমায় আসার আগেই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বিমানটিকে টার্গেট করে।

আইএসআই সূত্রে জানা গেছে, পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশের সময় এয়ার ট্রাফিক কনট্রোলার ওই বিমানের পাইলটের কাছে অনুমতি ও কোড নাম্বার আছে কি না জানতে চান। কিন্তু পাইলট তা দেখাতে অস্বীকৃতি জানায়।

এ সময় এয়ার ট্রাফিক কনট্রোলার বিমানটি নিয়ে পাকিস্তানে প্রবেশ না করতে সতর্ক করে দেন। সতর্কবার্তার পর মার্কিন ওই বিমানটি ফেরত চলে যায় বলে পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে।

মার্কিন ওই বিমানটি কি কারণে পাকিস্তানে অনুপ্রবেশ করতে চেয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও ডন জানিয়েছে।

Bootstrap Image Preview