Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, জুলাই ২০২০ | ২৭ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

দেশজুড়ে শুধুই পরী

নিয়াজ শুভ
বিডিমর্নিং ডট কম
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ০৩:০২ PM

bdmorning Image Preview


ডানা থাকলেই সব পরীর সৌন্দর্য নজর কাড়ে না। আবার কিছু কিছু ডানা কাটা রমণী পরীর চেয়েও সুন্দর। তাদের সৌন্দর্য কিসের সাথে তুলনা করলে সঠিক হবে সেটি দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দেয়। তাই সৌন্দর্য বিচারে না যাওয়ায় উত্তম। তেমনই একজন ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মুখ পরীমনি।

পরীমনির প্রেমে পড়েনি এমন লোক খুব কমই আছে। কেউ হয়তো তার অভিনয়ের প্রেমে, আবার কেউ তার মিষ্টি হাসির প্রেমে হৃদয় হারিয়েছেন। এবার দেশের বিভিন্ন জেলা, উপজেলায় পৌঁছে গেছেন পরীমনি। সেখানকার গুরুত্বপূর্ণ স্থানের বড় বড় বিলবোর্ডে এখন শুধুই পরীমনি।

২০১৮ সালে ফেয়ার এন্ড লাভলীর সঙ্গে প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হন পরীমণি। সেই চুক্তি মতে দুই বছর ইউনিলিভার বাংলাদেশের এই পণ্যটির বিজ্ঞাপনচিত্রসহ সমাজসেবামূলক কাজে দেখা যাবে তাকে। সেই সুবাদেই বিলবোর্ডে দেখা মিলছে তার। তেমনি কিছু বিলবোর্ডের ছবি নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ছবিগুলো পোস্ট করে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) পরী তার ফেসবুকে লিখেছেন, ‘জীবনের প্রথম বেতন থেকে তুমি শুধু অর্থই না, অর্জন করবে সম্মান। প্রথম বেতনের এই পথচলায় নারীদের অগ্রযাত্রায় কাজ করছে ফেয়ার অ্যান্ড লাভলী ক্যারিয়ার ফাউন্ডেশন। তুমিও নাও তোমার প্রথম বেতন অর্জনের পদক্ষেপ।’

আজ (২০ নভেম্বর) তিনি লিখেছেন, ‘তোমাদের সকলের জন্যে প্রত্যেকটা দিন হোক সুন্দর!
ঠিক তোমার নিজের মত! কারণ তুমিই সুন্দর ! তুমিই সৌন্দর্য ! সৌন্দর্যের সংজ্ঞাই হোক তোমার আত্মবিশ্বাস। আর একটি না হোক তোমার সচেতনতা।‘

Bootstrap Image Preview