Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতি কেজি লবণ ১৫ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯, ০২:২৭ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ০২:২৭ PM

bdmorning Image Preview


প্রতি কেজি লবণ ১৫ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি। চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক বৈঠকে মিল মালিক সমিতির নেতারা এ তথ্য জানান।

বৈঠকে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজারে এই মুহূর্তে প্রায় সাড়ে তিন লাখ টন লবণ মজুদ রয়েছে। এগুলো দিয়ে আগামী তিন মাস সারা দেশে লবণ সরবরাহ সম্ভব হবে।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, মিল মালিক, খুচরা বিক্রেতা কেউ যদি লবণে বাড়তি দাম রাখেন এবং কোন দোকান থেকে কেউ অধিক হারে লবণ কিনেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গুজব ঠেকাতে গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে।

Bootstrap Image Preview