Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে ৫.৩ মাত্রার শক্তিশালী ভুমিকম্প অনুভুত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯, ০৯:৩৬ AM
আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ০৯:৩৬ AM

bdmorning Image Preview


তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বিস্তৃর্ণ অঞ্চল। মঙ্গলবার সন্ধ্যায় এই ভূমিকম্প অনুভুতি হয় দিল্লি, নয়ডা, হরিয়ানা, গাজিয়াবাদ, লখনউসহ একাধিক এলাকায়। তবে বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 

জানা গেছে, রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৫.৩। এই কম্পনের উৎসস্থল ভারত-নেপাল সীমান্ত। 

রিপোর্ট অনুযায়ী, সীমান্তবর্তী এলাকা থেকেই ভূমিকম্প শুরু হয়, যার প্রভাব পড়ে দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, এই কম্পনের মূল উৎসস্থল নেপালের খাপতার পার্কে। ভূমিকম্পের সময় ছিল সন্ধ্যে ৭ টা ৫-এ। মিনিটখানেকের এই কম্পনের জেরে আতঙ্কিত হন সাধারণ মানুষ। বাড়ি থেকে বেরিয়ে আসেন মানুষজন। বাদ নেই সোশাল মিডিয়াও।  আতঙ্কিত নেটিজেনরা ভূ-কম্পনের বিষয়ে নেটদুনিয়ায় পোষ্ট করেছে। তবে ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি বলেই জানা গেছে।

উল্লেখ্য, তিন বছরের ব্যবধানে কেঁপে উঠল নেপাল। এর আগে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল নেপাল। তবে এবার কম্পনের তীব্রতা বেশি না হওয়ায় সেরকম ক্ষয়ক্ষতি হয়নি পাহাড়ি এই শহরে।

Bootstrap Image Preview