Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, জুলাই ২০২০ | ২২ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের কারণে আন্তর্জাতিক আইন লংঘন করছে ইসরাইল: জাতিসংঘ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ১১:০৫ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ১১:০৫ PM

bdmorning Image Preview


মার্কিন যুক্তরাষ্ট্র এ ইস্যুতে তার নীতি বদল করায় অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে অবৈধ বসতি স্থাপন করে আন্তর্জাতিক আইন লংঘন করেছে ইসরাইল।

মঙ্গলবার এ নিয়ে জাতিসংঘ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর তুর্কি ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাকের।

মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের মুখপাত্র রূপার্ট কলভিলি এক সংবাদ সংবাদ সম্মেলনে বলেছেন, একটি রাষ্ট্রের নীতি পরিবর্তন আন্তর্জাতিক আইনকে সংশোধন করে না।

এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, পশ্চিম তীরে ইসরাইলি বসতি আর অবৈধ হিসেবে দেখা হবে না।

১৯৬৭ সালে যখন পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ইসরাইল দখল করেছিল ওই সময় থেকে সাড়ে ৬ লাখ ইহুদি বর্তমানে ১শ'টি বসতিতে বসবাস করছে।

ফিলিস্তিনিরা ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজা উপত্যকার পাশাপাশি এ অঞ্চলগুলো ফেরত চাচ্ছে।

আন্তর্জাতিক আইনানুসারে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এ দুটি অঞ্চলে ইহুদিদের বসতি অবৈধ ধরা হয়।

Bootstrap Image Preview