Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষমেশ লবণ সংকটের গুজব ঠেকাতে মসজিদে মাইকিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ০৯:৪৭ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ০৯:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পেঁয়াজের মতো লাগামহীনভাবে লবণের দামও বাড়তে পারে, এমন গুজবে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে লবণ কেনার হিড়িক পড়েছে। তবে ইতোমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গুজব ঠেকাতে জেলা উপজেলা শহরে মাইকিং করা হচ্ছে এবং মসজিদ থেকেও এই লবণের গুজব ঠেকাতে মাইকিং করা হচ্ছে। সেইসঙ্গে একাধিক ভ্রাম্যমাণ আদালত বাজারে নেমেছে।

স্থানীয়রা বলছেন, সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে জেলা উপজেলা শহরসহ বিভিন্নস্থানে লবণ সংকটের গুজব উঠছে। পেঁয়াজের মতো লবণের দামও বাড়বে বলে এই গুজব ছড়িয়ে পড়ে। এ গুজবে সাড়া দিয়ে মঙ্গলবার শহরাঞ্চলের বিভিন্ন স্থানে এই লবণ কেনার হিড়িক পড়ে যায়।

এছাড়াও জানা যায়, আগের নির্ধারিত দামেই অনেক পরিবার ৫/১০ কেজি করে এই লবণ ক্রয় করে মজুদ করে রাখছে। এতে বিকেল থেকে শহরাঞ্চলের অধিকাংশ দোকানপাটে প্যাকেটজাত লবণ ও খোলা লবণ সংকটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, লবণের সংকটের গুজব ঠেকাতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে। জেলার সবকয়টি থানা এলাকায় মাইকিং করছে পুলিশ। লবণ সংকটের এমন গুজব ছড়ানো মহলকে খুঁজে বের করার জোর চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ বলেন, দেশে লবণের কোনও ঘাটতি নেই। বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। লবণ সংকট ও তার মূল্য বৃদ্ধির গুজব ঠেকাতে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে এবং অসৎ লবণ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Bootstrap Image Preview