Bootstrap Image Preview
ঢাকা, ০৮ শনিবার, আগষ্ট ২০২০ | ২৪ শ্রাবণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

রাতের আঁধারে গোপনে হাসপাতাল ছাড়লেন অভিনেত্রী নুসরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ০৭:৪২ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ০৭:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পরে সুস্থ হয়ে গোপনে হাসপাতাল ছাড়েন পশ্চিমবঙ্গের আলোচিত নায়িকা নুসরাত।

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের খবরে বলা হয়, সোমবার (১৮ নভেম্বর) দিনভর আইসিইউতে থাকার পর বিকাল ৫টা নাগাদ তাকে জেনারেল বেডে পাঠান চিকিৎসকরা। এরপর থেকেই তাকে ছুটি দেওয়ার জন্য চিকিৎসকদের পীড়াপীড়ি করতে থাকেন নুসরাত। আরও কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তাকে ছুটি দেন চিকিৎসকরা। সন্ধে ৭টা নাগাদ সবার অগোচরেই হাসপাতাল ছাড়েন তিনি।

রবিবার (১৭ নভেম্বর) গুরুতর অসুস্থ অবস্থায় নুসরাতকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশি মাত্রায় ওষুধ খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি জটিল হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। রাতেই তার স্টমাক ওয়াশ করেন চিকিৎসকরা। তার পর থেকে পরিস্থিতি কিছুটা ভাল হয়।

উল্লেখ্য, স্বামীর জন্মদিনে নুসরাত জাহান অতিরিক্ত ওষুধ সেবন করে ফেলেন। যার ফলে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Bootstrap Image Preview