Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুরস্কের পূর্ব ভূমধ্যসাগরীয় মহড়ায় পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview


প্রথমবারের মতো তুরস্কের ভূমধ্যসাগরীয় আন্তর্জাতিক প্রতিরক্ষা মহড়ায় যোগ দেবে পাকিস্তান। আঙ্কারা এমন আন্তর্জাতিক সামরিক মহড়া ১৩ বছর ধরে চালিয়ে যাচ্ছে। এ খবর জানিয়েছে তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম ইয়েনি শাফাক।আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তুরস্ক ১৮ মাস ধরে তাদের বিশেষ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

পূর্ব ভূমধ্যসাগরীয়-২০১৯ মহড়ার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়েছে। পাকিস্তানের নৌবাহিনীর রণতরী (পিএনএস) আলমগীর, নৌমহড়ার জন্য বিমান এবং নৌবাহিনীর বিশেষ বাহিনী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তুরস্কের নৌবাহিনীর ভূমধ্যসাগরীয় প্রতিরক্ষায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে পাকিস্তানের নৌবাহিনী দেশটিতে এসে পৌঁছেছে।

তুরস্কের সঙ্গে আন্তর্জাতিক মহড়ায় আরও আটটি দেশ অংশগ্রহণ করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Bootstrap Image Preview