Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হুতি বিদ্রোহীদের হাতে আটক সৌদি জাহাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ০৭:০০ PM

bdmorning Image Preview


লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক জাহাজ আটক করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সোমবার সৌদি সামরিক জোটের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।সৌদি সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকির বরাতে আল আরাবিয়া এ খবর জানিয়েছে।

তুর্কি আল মালিকি জানান, রোববার রাতে সশস্ত্র হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত থেকে জাহাজটি আটক করে। ওই জাহাজটির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার একটি ড্রিলিং রিগকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিলো।তবে হুতিদের জব্দ করা জাহাজটিতে ঠিক কত সংখ্যক ক্রু বা লোকজন ছিল সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

মোহাম্মদ আলী আল হুতি নামে হুতিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাদের বাহিনী লোহিত সাগর থেকে ‘সন্দেহভাজন একটি জাহাজ’ জব্দ করেছে। জাহাজটির ক্রুদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনাকে ‘সন্ত্রাসী অভিযান’ দাবি করে এটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা ও বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি বলে আখ্যায়িত করেছেন সৌদি সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি।

Bootstrap Image Preview