Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণধর্ষণ শেষে বীমাকর্মীর টাকা নিয়ে পালালো ধর্ষকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পপুলার লাইফ ইনস্যুরেন্সের এক বীমা কর্মীকে (৩২) তিন যুবক কর্তৃক গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়।

সোমবার (১৮ নভেম্বর) সকালে বালিয়াকান্দি থানায় ধর্ষণের শিকার ওই নারী নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা।

অভিযুক্ত আসামিরা হলেন-বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মো. কামরুল হাসান (২৫), মো. সাদ্দাম হোসেন (২৫), মো. মারুফ (২৬)।

বাদীর তথ্যমতে জানা যায়, গত শনিবার (১৬ নভেম্বর) নিজ অফিস থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে তিনি বহরপুর বাজারের কাছে পৌঁছালে আসামিরা তাকে জোরপূর্বক অটোবাইকে উঠিয়ে নিয়ে যায়। এরপর তাকে একটি ফাঁকা মাঠের মধ্যে শ্যালো মেশিনের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়া তার কাছে থাকা অফিসের ২০ হাজার টাকাও ছিনিয়ে নেয়। ধর্ষণের পর তাকে আসামিরা একটি অটোভ্যানে ওই রাতেই বাড়ি পাঠিয়ে দেয়।পরে সে অসুস্থ হলে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা নেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী পাঠানো হয়েছে। ওসি নিজেই এ মামলার আইও হিসেবে সোমবার তাৎক্ষণিক বহরপুর এলাকায় গিয়েছেন। কিন্তু তিন নামের কোনও যুবককে পাননি বলে জানান। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।  

Bootstrap Image Preview