Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিজিবির সামনে গাঁজার বস্তার ওপর ঘুমাল নয়ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ০৮:০৬ PM

bdmorning Image Preview


গাঁজার বস্তার ওপর অঘোরে ঘুমাচ্ছে পাচারকারী শেখ নয়ন। অনেক ডাকাডাকির পর ঘুম ভাঙে তার।কীভাবে ধরা পড়ল বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র হাতে এমন প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় বসে সে জানায় ইতিহাস। নয়ন জানান, ফেনসিডিলের নেশা করতে আখাউড়ায় যায় সে। এসময় সিরাজ নামের পরিচিত এক মাদক ব্যবসায়ী গাঁজার বস্তাটি শহরে পৌঁছে দিতে বলে। বিনিময়ে এক হাজার টাকা এবং বিনামূল্যে ফেনসিডিল খাওয়ার অফার দেয়া হয় তাকে। পথে বিজিবি ফকিরমুড়া ক্যাম্পের জওয়ানরা গতকাল রাতে তাকে আটক করে। সকালে আখাউড়া থানায় পুলিশে সোপর্দ করতে নিয়ে আসলে গাঁজার বস্তার ওপর ঘুমিয়ে পড়ে নয়ন। সেখানেই গভীর ঘুমে তলিয়ে যায় সে।

সে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলী এলাকার বাসিন্দা সহিদ মিয়ার ছেলে।

আখাউড়া ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের নায়েক মো. আনোয়ার হোসেন জানান, ত্রিপুরা সীমান্ত থেকে গাঁজার চালান নিয়ে দুই মাদক ব্যবসায়ী আসছে বলে গোপন তথ্য পায় ফকিরমুড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা। তারই সূত্র ধরে বিজিবির টহলের একটি দল উপজেলার আনোয়ারপুর-আখাউড়া সীমান্ত সড়কে অভিযান চালায়। পরে ২৫ কেজি গাঁজাভর্তি বস্তাসহ শেখ নয়নকে আটক করা হয়।

তিনি জানান, এ সময় সিরাজ নামক এক চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে আখাউড়া থানায় নয়নকে সোপর্দ করা হয়। ওই মামলায় মাদক ব্যবসায়ী সিরাজকে পলাতক দেখানো হয়।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, ওই যুবককে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview