Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুলবুলের কারণে পেঁয়াজের দাম বেড়েছে: বাণিজ্য সচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। আজ সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। পেঁয়াজ কেলেঙ্কারির ঘটনায় এ পর্যন্ত ২৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এস আলম গ্রুপের কার্গো বিমানের প্রথম চালান মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ এসে পৌঁছাবে। এ ছাড়া বিভিন্ন জেলার পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে।

জাফর উদ্দিন বলেন, ন্যূনতম রপ্তানি মূল্যে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি তিনগুণ বেড়েছে। মিয়ানমার থেকে বেড়েছে চারগুণ বেড়েছে। তড়িৎ গতিতে কার্গো বিমানে মিশর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

তিনি বলেন, টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) কার্যক্রম ঢাকাসহ সারাদেমে জোরদার করা হয়েছে। শিগগির পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্য সচিব।

Bootstrap Image Preview