Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, জুলাই ২০২০ | ২৫ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

সৃজিতকে বিয়ে করছেন মিথিলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০৫:৪৮ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


বেশ কিছুদিন ধরেই গুঞ্জন পিছু ছাড়ছে না মিথিলার। অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ে করছেন বাংলাদেশের তারকা মডেল ও অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। আসছে বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি।

বহুদিন ধরেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু সব সময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এসেছেন তারা। চলতি সপ্তাহেও গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। এসময় দুজনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ফোকফেস্টে একসঙ্গে দেখা গেছে।

চলতি বছরের মার্চে অর্ণবের গানের একটি ভিডিওচিত্র নির্মাণ করেন সৃজিত। সেখানে মডেল ছিলেন মিথিলা। সে কাজের সূত্রে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর গেল সেপ্টেম্বরে সৃজিতের জন্মদিনের কেক কাটাসহ বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় মিথিলাকে। তাকে নিয়ে পূজা মন্ডপেও ঘুরেছেন সৃজিত। কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সময় কাটাতে দেখা গেছে তাদের, ছবিও তুলেছেন শাহরুখ খানসহ অনেকের সাথে।

Bootstrap Image Preview