Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি-জামায়াত জমজ ভাইয়ের মতঃ ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি-জামায়াত সম্পর্কের টানাপোড়েনের ব্যাপারে মন্তব্য করেছেন, বিএনপি ও জামায়াত উপরে উপরে যাই করুক, তলে তলে তাদের গলায় গলায় পিরিত, একই বৃন্তে দুটি ফুল। একটি আরেকটিকে ছাড়া চলবে না। তারা যমজ ভাইয়ের মতোই আছে।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ শীর্ষক সেমিনার শেষে সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় তিনি এসব কথা বলেন।

এছাড়াও, বিএনপি-জামায়াতকে দুটি সাম্প্রদায়িক শক্তি হিসেবে আখ্যায়িত করে তাদেরকে আলাদাভাবে দেখার উপায় নেই বলে জানান তিনি। সম্প্রতি বিএনপি মহাসচিবের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতাদের  দেখা করার ব্যাপারে তিনি বলেন, বিএনপি জামায়াতের মধ্যে ভেতরে ভেতরে সম্পর্ক আগের মতোই রয়ে গেছে।

ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিসমূহ জনসম্মুখে প্রকাশের জন্য বিএনপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন, এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির আমলে অনেক চুক্তি হয়েছে। তারা কোন চুক্তি সংসদে উত্থাপন করেছে? আমি জোর গলায় বলতে পারি, স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করেন না প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে যা চুক্তি হয়েছে, তা দিবালোকের মতো পরিষ্কার। চুক্তি কখনও গোপন রাখা যায় না।

‘আওয়ামী লীগ মানে দেশ বিক্রি করা’ বিএনপির এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এসবগুলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়।

Bootstrap Image Preview