Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুসলিমদের দেশছাড়া করতে আসামের এনআরসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ০১:৪৫ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৯, ০২:০১ PM

bdmorning Image Preview


ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) আসলে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের রাষ্ট্রহীন করে তোলার একটি উদ্যোগ বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কমিশন।

গত ৩০ জুলাই ইন্ডিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলীয় রাজ্য আসামের সরকার রাজ্যের নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ করেছে। এতে বাদ পড়েছে রাজ্যের চল্লিশ লাখ নাগরিকের নাম। রাজ্যের ৩ কোটি উনত্রিশ লাখ নাগরিকের মধ্য থেকে যাদের নাম তালিকায় ওঠেনি অধিকাংশ বাঙালি ও মুসলিম। আরও আড়াই লাখ ডি ভোটার রয়েছে এ তালিকার বাইরে। তালিকা প্রকাশের পর আসামের সাধারণ মুসলমানের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য সরকার রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছে।

গত শুক্রবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন (ইউএসসিআইআরএফ) জানিয়েছে, বেশ কয়েকটি দেশি ও আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করছে যে, এনআরসি আসামের বাঙালি মুসলমানদের ভোটাধিকার কেড়ে নিতে, নাগরিকত্বের জন্য ধর্মের প্রয়োজনীয়তা প্রতিষ্ঠা করতে এবং মুসলমানদের রাষ্ট্রহীন করে তোলার একটি উদ্যোগ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রকাশিত ‘ইস্যু ব্রিফ: ইন্ডিয়া’-তে ইউএসসিআইআরএফ জানিয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতার নিম্নমুখী প্রবণতার এটি একটি বড় দৃষ্টান্ত।

নীতি বিশ্লেষক হ্যারিসন আকিনসের তৈরি করা ওই প্রতিবেদনে ইউএসসিআইআরএফ-এর অভিযোগ, ২০১৯ সালের আগস্টে এনআরসি তালিকা প্রকাশিত হওয়ার পরেই বিজেপি সরকার এমন উদ্যোগ নিয়েছে, যা মুসলিম বিরোধী পক্ষপাতিত্বকেই প্রতিফলিত করে।

ইউএসসিআইআরএফ জানিয়েছে, বিজেপি ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য ধর্মভিত্তিক পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়েছে, যাতে হিন্দু ও কিছু ধর্মীয় সংখ্যালঘুরা বেঁচে গেলেও, বাদ পড়বেন মুসলমানরা।

Bootstrap Image Preview