Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানে পেট্রলের মূল্য বৃদ্ধি, বিক্ষোভে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview


ইরান সরকার পেট্রলের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার নেয়া এ সিদ্ধান্তের পর বিক্ষোভে একজন নিহতের খবর পাওয়া গেছে। খবর বিবিসি ও ভয়েস অব আমেরিকার।

সবার জন্য নির্দিষ্ট পরিমাণ পেট্রল বরাদ্দ করার রেশনব্যবস্থা কার্যকর করার ঘোষণা দেয়ার পর থেকে সে দেশে বিক্ষোভ শুরু হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, তারা দরিদ্রদের জন্য অর্থ বরাদ্দ করার পরিকল্পনা থেকে পেট্রলের দাম বাড়িয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শুক্রবার বিক্ষোভকারীরা জালানি মজুদ থাকা একটি গুদামে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন মারা যাযন।

এ ছাড়া রাজধানী তেহরানসহ কেরমানশাহ, ইসফাহান, তাবরিজ, করদজ, শিরাজ, ইয়াজদ, বোশেহর ও সারি শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। অনেক শহরে ক্ষুব্ধ গাড়িচালকরা রাস্তার মাঝখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করে বা গাড়ি রাস্তায় ফেলে রেখে প্রতিবাদ প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview