Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে মেডিকেল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ০৬:৩৬ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৯, ০৬:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নিখোঁজের দুইদিন পরে ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী নয়ন চন্দ্র নাথের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮ টার দিকে ফরিদপুরের মুন্সিবাজার বাইপাস রোডের একটি স মিলের পাশ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।   

ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ বাইপাস সড়কের পাশে একটি করাত কলে কাঠের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে পুলিশ। কারণ হিসেবে জানা যায় নিহত নয়নের মানসিক বিষণ্ণতা। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ শতভাগ নিশ্চিতভাবে বলা যাবে বলে জানায় পুলিশ।

নয়নের মানসিকভাবে বিপর্যস্ততার কথা উল্লেখ করে তার বন্ধু মো. ওয়াকিফ উল আলম বলেন, “নয়নের ইচ্ছে ছিল একজন সার্জন হওয়ার কিন্তু আঙুলে সমস্যা থাকার কারণে সে সার্জন হতে পারবে না। এটা জানার পর থেকেই মূলত নয়ন বিপর্যস্ত হয়ে পরে।”

তিনি আরও জানান, গত ৩ নভেম্বর থেকে পঞ্চম বর্ষের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষার ছয়টি লিখিত পরীক্ষার মধ্যে নয়ন তিনটি পরীক্ষায় অংশ নেন। বৃহস্পতিবার ছিল চতুর্থ পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরুর সোয়া ঘণ্টা আগে ছাত্রাবাস থেকে বের হয়ে যান নয়ন।

সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে তার সহপাঠীরা বিষয়টি শনাক্ত করেছেন। এরপর থেকে গত দুইদিন তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পরপরই থানায় একটি সাধারণ ডায়েরি  করেন কলেজ কর্তৃপক্ষ।

নিহত নয়ন চন্দ্র ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজপুর গ্রামের দিলীপ চন্দ্র নাথের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন নয়ন।

Bootstrap Image Preview