Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেঁয়াজ ব্যবসায়ীদেরকে জরিমানা করে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ০৫:০৭ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৯, ০৫:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মাত্রাতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে চুয়াডাঙ্গার কাঁচাবাজারে অভিযান চালিয়ে জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করে রাখেন পেঁয়াজ ব্যবসায়ীরা। জরিমানার অর্থ আদায়ের কারণে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে এমন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।   

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের নিচের বাজারের কাঁচামালের খুচরা ও পাইকারি বাজারে এই ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে চুয়াডাঙ্গার খুচরা ও পাইকারি বাজারে অন্যান্য জায়গার তুলনায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এমন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে যথাক্রমে ২০ হাজার এবং ১০ টাকা করে জরিমানা করা হয়।

পরবর্তীতে, ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে সংবাদ সংগ্রহে থাকা স্থানীয় সাংবাদিক এস এম শাফায়েত ও তৌহিদুর রহমান তপুকে মারধর করে এবং তাদের সাথে থাকা একটি ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে। এছাড়াও ব্যবসায়ীরা অভিযানে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশকে অবরুদ্ধ করে মারমুখী আচরণে উদ্যত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

লাঞ্ছিত সংবাদকর্মী এস এম শাফায়েত ও তৌহিদুর রহমান তপু জানান, অভিযানের খবর পেয়ে তারা সংবাদ সংগ্রহে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পুলিশকে ঘেরাও করে রাখার ছবি তুলতে গেলে তাকে এবং তৌহিদুর রহমান তপুকে মারধর করে ব্যবসায়ীরা। ভাঙচুর করা হয় তাদের ব্যবহৃত একটি ক্যামেরা ও মোবাইল ফোন। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু বলেন, শুধুমাত্র ভুল বোঝাবুঝি থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাজার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Bootstrap Image Preview