Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে রেকর্ড পরিমাণ ৩৫ জন প্রার্থী অংশ নিয়েছেন।

আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ভোট চলবে টানা ১০ ঘণ্টা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা এবার নির্বাচন করছেন না। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রভাবশালী দুই রাজনৈতিক পরিবারের সদস্য সাজিথ প্রেমাদাসা ও গোতাবায়া রাজাপাকসের মধ্যে।

ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রার্থী সাজিথ সাবেক প্রধানমন্ত্রী রানাসিংহ প্রেমাদাসার ছেলে। সংখ্যালঘু তামিল ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয় তিনি।

এদিকে বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্টের (এসএলপিপি) প্রার্থী গোতাবায়ে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই।

নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো শ্রীলঙ্কায়। ২২টি নির্বাচনী জেলায় একযোগে ভোটগ্রহণ চলছে ১২ হাজার ৮৪৫টি ভোটকেন্দ্রে। নিবন্ধিত ভোটার ১ কোটি ৫৯ লাখ।

Bootstrap Image Preview