Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাসর রাতে নারীর সতীত্ব প্রমাণের রক্ত বিক্রি হচ্ছে আমাজনে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ১০:২১ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ১০:২১ PM

bdmorning Image Preview


বিয়ের প্রথম রাতে নারীদের কুমারীত্ব প্রমাণের জন্য রক্ত বিক্রি করছে ই-কর্মাস সাইট আমাজন। ভারতের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।

দ্য লজিক্যাল ইন্ডিয়ান জানায়, বিয়ের প্রথম রাতে নারীদের কুমারীত্ব প্রমাণের পণ্যটির নাম আই-ভার্জিন। পণ্যটির সুন্দর কারুকার্যময় বাক্সের ওপর লেখা- ব্লাড ফর দ্য ফার্স্ট নাইট।

আমাজনের বিজ্ঞাপনে সেই বাক্সের ছবিসহ এই রক্তের গুণাগুণ সম্পর্কে লেখা হয়েছে-খুব উন্নতমানের 'ব্লাড পাউডার', প্রথম রাতের নকল রক্ত, কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই, বিষাক্ত নয়, অ্যানিস্থসিয়া নেই এবং সহজ, নিরাপদ ও সুবিধাজনক।

বিয়ের দিন প্রথম রাতে নারীদের কুমারীত্বের প্রমাণ দিতে হয় ভারতের কাঞ্জারব।।সহ অনেক গোষ্ঠীর নারীদের।

বাসর রাতে সাদা চাদর বিছিয়ে দিয়ে পরীক্ষা করা হয় নারীর সতীত্ব। সেই চাদরে যৌন সংগমের রক্তের দাগ না থাকলে ওই নারীকে অসতী হিসেবে অপবাদ দেওয়া হয়।

এই পরীক্ষায় ব্যর্থ হলে সামাজিকভাবে নারীদের ওপর নেমে আসে ভয়াবহ বিপর্যয়। নির্যাতনের শিকার হওয়া ছাড়াও পরিবারচ্যুত হতে হয় তাদের।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পণ্যের বিক্রি নিয়ে আমাজনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তাদের মতে, নারীর প্রতি অন্যায়মূলক আচরণকে উসকে দেবে এই প্রোডাক্ট।

অনেকের মতে, নারীদের সতীত্ব প্রমাণের অজ্ঞতাপূর্ণ ও অবৈজ্ঞানিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে যে প্রচেষ্টা সেটিকে ব্যাহত করবে এই ঘটনা।

Bootstrap Image Preview