Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন সড়ক আইন বাতিল চেয়ে মেহেরপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০৭:২৭ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ০৭:৫৮ PM

bdmorning Image Preview


মেহেরপুর থেকে সকল রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। নতুন সড়ক পরিবহন আইন বাতিল ও জরিমানা বন্ধের দাবিতে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান শ্রমিকরা।

মেহেরপুরের কয়েকজন বাসচালক জানান, এই আইনের আওতায় বাস চালানো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় আমরা এই আইনের বেড়াজালে পড়ে হয়রানির শিকার হতে পারি। তাই আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।

এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সকালে বাইরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে বাস না পেয়ে এক প্রকার বিভ্রান্তিতে পড়েছে যাত্রীরা। কথায় কথায় বাস বন্ধ রাখার তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ যাত্রীরা।

নতুন সড়ক পরিবহন আইন বাতিল ও জরিমানা বন্ধের দাবিতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। গন্তব্য যাওয়ার জন্য ব্যবহার করছে অটো ও অবৈধ যানবাহন নছিমন-করিমন। তবে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে।

মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, গতকাল বৃহস্পতিবার থেকে কুষ্টিয়া থেকে বাস চলাচল বন্ধ করে দেয়ার অংশ হিসেবে মেহেরপুরে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

Bootstrap Image Preview